সংক্রমন রুখতে জরুরী পণ্য ছাড়া রবিবার পর্যন্ত বন্ধ মধ্য কলকাতার সমস্ত বাজার
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ কোনভাবেই আয়ত্তে আসছেনা করোনা সংক্রমণ। দ্বিতীয় ঢেউয়ের অভিঘাতে কার্যত সারা দেশের সঙ্গে বেসামাল গোটা রাজ্য। এমতাবস্থায় দাঁড়িয়ে সংক্রমণের শৃঙ্খল ভাঙার প্রচেষ্টা হিসেবে মধ্য কলকাতার সমস্ত বাজার দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল।
চাঁদনি চক, চৌরঙ্গি, ক্যানিং স্ট্রিট, বড়বাজার-সহ ‘জরুরি নয়’ এমন পণ্যের বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সমিতি। কলকাতায় ক্রমবর্ধমান করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতেই এই সিদ্ধান্ত। বুধবার রাজ্যের ব্যবসায়ী সমিতি কনফেডারেশন অফ ওয়েস্টবেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।