শেষ দু’দফায় রাজ্যে সমস্ত প্রচার কর্মসূচি বাতিল করলেন অমিত শাহ
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। এমতাবস্থায় কমিশনের কড়া নির্দেশ মেনে শেষ দু দফার নির্বাচনের প্রচারে বাংলায় আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শেষ দু দফার আগে বাংলায় প্রচারে আসবেন না বলে নিজেই জানিয়েছেন তিনি। শনিবার বীরভূমের রামপুরহাট, মুর্শিদাবাদের বেলডাঙা এবং কলকাতার মানিকতলায় সভা ছিল অমিত শাহর।
উল্লেখ্য ২১ এর বিধানসভা নির্বাচনে বাংলায় এসে যতনা জনসভা করেছেন অমিত শাহ, তাঁর থেকে অনেক বেশি করেছেন রোড শো। কিন্তু ২২ এপ্রিল থেকে আর রোড শো করা যাবেনা বলে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এরপরই রোড শো এর কর্মসূচি বদলে যায় নির্বাচনী জনসভায়। কমিশনের নির্দেশের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল সভা করবেন বলে জানায় বিজেপি।