বাড়ছে সংক্রমণ, বন্ধ হল ভিক্টোরিয়া, জাদুঘর সহ দেশের এএসআই এর আওতাধীন সৌধ
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ দেশে আছড়ে পড়েছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। একদিনে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,১৭,৩৫৩। একদিনে মারা গিয়েছেন ১,১৮৫ জন। এমতাবস্থায় দাঁড়িয়ে দেশের বিখ্যাত সৌধগুলি ফের বন্ধ করার সিন্ধান্ত নিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।
দেশে এএসআইয়ের অধীনে রয়েছে ৩৬৯৩টি সৌধ এবং ৫০টি মিউজিয়াম। তাতে নাম রয়েছে তাজমহল, পুরীর জগন্নাথ মন্দির, সোমনাথ মন্দির সহ দেশের একাধিক দর্শনীয় স্থানের। স্বভাবতই এই জায়গাগুলিতে ভিড়ও হয় দর্শনার্থীদের।
এএসআইয়ের অধীনে থাকা শহরের একাধিক দর্শনীয় সৌধের এর মধ্যে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর, বিড়লা প্লানেটোরিয়াম, সায়েন্স সিটির মতো দর্শনীয় স্থানগুলো। বন্ধ করা হচ্ছে এই সমস্ত স্থানও।
আর করোনার সংক্রমণ রুখতে তাই আগামী ১৫ মে পর্যন্ত এই সমস্ত জায়গা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা কার্যকর হচ্ছে শুক্রবার থেকেই। ফলে সাধারণ মানুষের জন্য বন্ধ হয়ে গেল কলকাতার দর্শনীয় স্থানগুলি।