সেকেন্ড ওয়েভের জের, ফের লকডাউনের রাস্তায় তুরস্ক
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ করোনার সেকেন্ড ওয়েভের জেরে তুরস্ক সরকার আবার সে দেশে লকডাউন ঘোষণা করেছে। দেশটিতে করোনাভাইরাসের সংক্রণ নতুন করে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তুর্কি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি পবিত্র রমজান মাসে রেস্তোরাঁ বন্ধ রাখার পরিকল্পনা করেছে তুর্কি সরকার।
মন্ত্রিসভার এক বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তার সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেন।
এর আওতায় তুরস্কের বেশিরভাগ শহরে লকডাউন চলবে। চলতি সপ্তাহের শেষের দিকে লকডাউন শুরু হবে।
তুরস্কে এখন প্রতিদিন করোনা সংক্রমণের ঘটনা ৩০ হাজার ছাড়িয়ে গেছে। এরদোগান জানান, পবিত্র রমজান মাসে সপ্তাহান্তে লকডাউন থাকবে এবং প্রতিদিন রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ চলবে। রেস্টুরেন্টগুলো থেকে শুধুমাত্র বাইরে খাবার সরবরাহ করা যাবে।
এর এক সপ্তাহ আগে তুর্কি প্রেসিডেন্ট লকডাউন ঘোষণা করতে অস্বীকার করেছিলেন। সে সময় তিনি যুক্তি দেখিয়েছিলেন যে, প্রতিদিন সংক্রমণের হার বাড়লেও হাসপাতালে ভর্তির সংখ্যা কম। অনেকেই সরকারের এই চিন্তার সমালোচনা করে একে দ্বৈতনীতি বলে মন্তব্য করেছিলেন।