কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ গোটা দেশ জুড়ে দাপট দেখাচ্ছে করোনার সেকেন্ড ওয়েভ। যার জেরে চলতি বছরেও অনেকটাই ফিকে হয়েছে হোলির রঙ।
বেশ কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হোলির জমায়েতের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বর্তমানে দেশের ছটি রাজ্যে করোনার সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে। সেগুলি হল, মহারাষ্ট্র, পঞ্জাব, কেরালা, কর্নাটক, ছত্তীশগড় ও গুজরাত। রাজধানী দিল্লিতেও লাফিয়ে-লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ।
দেশের মোট ৮০ শতাংশ করোনার সংক্রমণ এই ছ’টি রাজ্যে। সংক্রমণ পরিস্থিতির কথা মাথায় রেখে এবার এই রাজ্যগুলিতে হোলির উৎসব পালনে কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
উল্লেখ্য গোটা দেশে ইতিমধ্যেই মাত্র দু দিনে সংক্রমিতের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে।ঠিকমত লাগাম না টানলে ফের সংক্রমণ ভয়াবহ চেহারা নিতে পারে এমনটাই আশংকা প্রকাশ করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।