দ্রুত বাড়ছে সংক্রমণ, কলকাতায় সভা,সমাবেশ, রাজনৈতিক মিছিল না করার সিন্ধান্ত নিলেন মমতা
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ গোটা দেশ করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিপর্যস্ত। পশ্চিমবঙ্গে লাফ দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনও তিনদফা বাকি আছে নির্বাচনের। এমতাবস্থায় দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেেন তিনি আর কলকাতায় কোন রাজনৈতিক সমাবেশ করবেননা।
রবিবার রাতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন এক টুইট বার্তায় জানিয়েছেন,পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় আর কোনও প্রচার চালাবেন না। যে সব জেলায় তৃণমূল জাতীয় প্রচার করতে যাবেন সেই সব জেলায় সভা ৩০ মিনিটের বেশি হবেনা। কলকাতায় রাজনৈতিক মিছিলও করবেনা দলনেত্রী।
উল্লেখ্য বাম দলগুলি আগে থেকেই তাদের রাজনৈতিক সভা সমাবেশ ছোট করতে শুরু করে দিয়েছে। অপরদিকে কেন্দ্রে থাকা শাসক দল বিজেপি এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি। বিজেপির তরফে জানানো হয়েছে, নির্বাচন এক দফায় করা হলে, কিংবা ভার্চুয়ালি করা হয় তাহলে ভোটের স্পিরিট নষ্ট হয়ে যাবে। যেখানে দেশের করোনা আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষের গন্ডি ছাড়িয়েছে। সেখানে এখনও পুরোদমে চলছে বিজেপির রাজনৈতিক সমাবেশ। যা নিয়ে রাজনৈতিক মহলে উঠছে নানা প্রশ্ন। সর্বদলীয় বৈঠকেও বাকি তিনদফা একদফায় করা নিয়ে ঐক্যমত্যে পৌঁছানও যায়নি।