কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
ক্যালেন্ডারে বাকি আর মাত্র ৫০দিন । গতবছরের মতোই এ বছরেও করোনা পরিস্থিতির মধ্যেই দুর্গাপুজো উৎসবে মাততে চলেছে কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গ । তবে মহামারী পরিস্থিতিতে কিভাবে হবে শারদ উদযাপন সে নিয়ে বেশ কিছু নির্দেশিকা দিয়েছে ফোরাম ফর দুর্গোৎসব ।
বিগত বছর প্রশাসনিক ভাবে যেসব বিধিনিষেধ আরোপিত হয়েছিল সেগুলো সামনে রেখেই প্রস্তুতি শুরু করেছে পুজো কমিটি গুলো ।তবে পুজোর সঙ্গে প্রত্যক্ষ ভাবে যুক্ত মানুষদের টিকাকরণের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে ।ফোরাম ফর দুর্গোৎসবের সাধারণ সম্পাদক শ্বাশত বসু বলেন , নির্দেশিকায় বলা হয়েছে , যথাসম্ভব খোলামেলা মন্ডপ করতে হবে ।যাতে বাইরে থেকে ঠাকুর দেখা যায় ।
রাতের ভিড় নয় , সারাদিন ধরে যাতে মানুষকে ঠাকুর দেখতে উৎসাহিত করা যায় , সে ব্যবস্থা করতে হবে ।বিসর্জনের শোভাযাত্রায় যথাসম্ভব কম লোক নিয়ে যেতে হবে । প্যান্ডেলের প্রবেশপথ ব্যারিকেড দিয়ে যথাসম্ভব দীর্ঘ করতে হবে , যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে ।দর্শকদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে ঠাকুরের ভোগে কাটা ফল দেওয়া যাবে না । পুষ্পাঞ্জলি ও সন্ধিপুজোর মতো অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে । স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিতে হবে ।
কোভিড মহামারীর ফলে , আজ বহু জিনিসের ই ভার্চুয়াল স্বাদ নিতে হচ্ছে । গতবছর দর্শকশূন্য মন্ডপ বহু পুজোকেই অনলাইনের দিকে আকৃষ্ট করেছিল । পুজো দেখানো থেকে অঞ্জলি অনলাইনের মাধ্যমে গোটা বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছে কলকাতার দুর্গাপুজো ।প্রস্তুতি চলছে জোরকদমে । সমস্ত বিধিনিষেধ মেনে কোভিড কে জয় করেই উৎসবে মাততে চলেছে গোটা বাঙলা ।