কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
করোনা আবহে এবারেও দুর্গাপুজো কতটা জাঁকজমক করে হবে , তা নিয়ে প্রশ্ন থাকছে ।আর এই পরিস্থিতিতে পূজোর দিনগুলোতে রাতের মহানগরী যাঁরা সাজিয়ে তোলেন , তাঁদের মন একদম ভাল নেই ।পুজোর আর মাত্র চল্লিশ দিনবাকী থাকলেও এখনও সেভাবে বায়না হয়নি চন্দননগরের আলোপাড়ায় ।
চন্দননগরের আলোকশিল্পের জগৎজোড়া নাম ।কলকাতা ও জেলার শারদোৎসবে প্রতিবছর নিত্যনতুন আলোকসজ্জার চমক দেন চন্দননগরের শিল্পীরা । কিন্তু এবারের পুজোয় আলোকসজ্জায় থাকবেনা কোন নতুনত্বের ছোঁয়া ।আগে এক একটি আলোক ব্যবসায়ীয় কাছে কম করে পাঁচ থেকে সাতটি পুজোর কাজ থাকত ।এবার অধিকাংশ ব্যবসায়ীকেই কলকাতার কোনও পুজো কমিটি বায়না করে অগ্রিম দেয়নি ।
চন্দননগরের আলোকপাড়ার পরিসংখ্যান বলছে , কলকাতার বড় বারোয়ারি পুজোগুলি ২০১৯ সাল পর্যন্ত ১০ থেকে ১২ লক্ষ টাকার আলোকসজ্জার অর্ডার দিত । আর ছোট বারোয়ারি পুজোগুলি এক থেকে দেড় লাখ টাকার অর্ডার দিত ।কিন্তু এবার আর তেমন সম্ভাবনা দেখছেন না আলোক ব্যবসায়ীরা । কারণ হাতে আর বিশেষ সময় নেই , তাই এবারের পুজোর আলোর ব্যবসায়ে ভাটার টান ।