প্রচারে নিষেধাজ্ঞা কমিশনের, গান্ধীমূর্তির পাদদেশে আজ ধর্নায় তৃণমূল সুপ্রিমো
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ যত এগোচ্ছে নির্বাচনী দফা, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। নির্বাচনী জনসভায় উস্কানীমূলক মন্তব্যের কারণে সোমবার রাত আটটা থেকে মঙ্গলবার রাত আটটা অবধি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন।
কমিশনের সিদ্ধান্তকে অগণতান্ত্রিক বলে আখ্যা দিয়ে আজ কলকাতায় গান্ধীমূর্তির পাদদেশে ধরনায় বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। আজ দুপুর বারোটা থেকে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে ধরনা বসবেন তিনি।
সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছিল। একটি মন্তব্য ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট সংক্রান্ত, অপর মন্তব্যটি ছিল কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও প্রসঙ্গে। তাঁর এই দুই মন্তব্যের জেরে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করেছিলেন বিরোধীরা।
এর পরই ৭ এপ্রিল তৃণমূলনেত্রীকে শোকজ করে কমিশন। ৯ তারিখ সেই শোকজের জবাব দিয়েছিলেন মমতা। কিন্তু সেই জবাবে সন্তুষ্ট নয় কমিশন। তাঁদের দাবি, শোকজের বাছাই করা অংশের জবাব দিয়েছিলেন তিনি।
তাই এবার আরও কড়া পদক্ষেপ করল কমিশন। ১৭ তারিখ রাজ্যে পঞ্চম দফার নির্বাচন। তার আগে ২৪ ঘণ্টার জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করে কমিশন
তবে কমিশনের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। টুইট করেছেন ডেরেক ও’ব্রায়েন এবং ফিরহাদ হাকিম।