দে গঙ্গায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ খারিজ কমিশনের
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ দেগঙ্গায় জমায়েতে সরাতে শূন্যে গুলি চালানো ও লাঠি চার্জের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ, দেগঙ্গা বিধানসভার কুরুলগাছির ২১৫ নম্বর বুথে ভোট চলাকালীন ঘটে ঘটনাটি।
স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর লাঠি চার্জের জেরে আহত হয়েছে বেশ কয়েক জন। ঘটনার জেরে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। তবে হতাহতের কোনও খবর নেই।
এদিকে নির্বাচন কমিশনের তরফ থেকে জানান হয়েছে, এলাকায় কোনো গুলি চালানোর ঘটনা ঘটে নি। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, বুথ থেকে বেশ কিছুটা দূরত্বে একটি আম বাগানে জমায়েত করেছিল কিছু মানুষজন। সেই জমায়েত সরাতে কেন্দ্রীয় বাহিনী প্রথমে লাঠি চার্জ করে ও পরে শূন্যে গুলি চালানো হয়। তবে এমন কোনও ঘটনা ঘটেনি বলে দাবি কমিশনের।