কমিশনের নির্দেশ শীতলকুচিতে আগামী ৭২ ঘন্টা নিষিদ্ধ রাজনৈতিক দল, বাতিল মমতার সফর
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ অশান্তির আশঙ্কায় আগামী ৭২ ঘণ্টা কোচবিহারের শীতলকুচিতে রাজনৈতিক নেতাদের প্রবেশ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। তবে আজ রবিবার শীতলকুচিতে যাওয়ার কথা ছিল খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। শীতলকুচিতে চতুর্থ দফায় পাঁচজনের মৃত্যু নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।
ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে শীতলকুচির ঘটনার দায় তৃণমূলের ওপর চাপিয়ে পাল্টা তোপ দেগেছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। এমতাবস্থায় মমতার শীতলকুচিতে যাওয়া রুখতেই কি কমিশনের এহেন সিদ্ধান্ত, এমনটাই মনে করছেন রাজনৈতিক ওয়াকিবহাল মহল।
যদিও কমিশনের এই সিদ্ধান্তকে একেবারেই ভালো চোখে দেখেনি তৃণমূল কংগ্রেস। দলের তরফে শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের মৃত্যুর ঘটনায় আঘাত পেয়েছেন। তাই শীতলকুচি যেতে চেয়েছিলেন। সৌগত রায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে শীতলকুচিতে ঢুকতে বাধা দেওয়ার জন্যই এমন নির্দেশ জারি করেছে কমিশন।
বিজেপির পাল্টা দাবি তৃণমূলের গণতন্ত্রের ওপর আস্থা হারিয়ে গিয়েছে তাই এহেন মন্তব্য করছেন দলীয় নেতৃত্বরা।