এবার কমিশনের নোটিশ দিলীপ ঘোষকে
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা জারির পর এবার কমিশন নোটিশ পাঠালো বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষকে।
শীতলকুচির ঘটনায় মন্তব্যের জেরে এবার নোটিস পাঠানো হল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। নির্বাচনের তরফে তাঁকে নোটিস পাঠানো হয়েছে। আগামীকাল, বুধবার সকাল ১০টার মধ্যে তাঁকে নোটিসের জবাব দিতে বলা হয়েছে।
বিজেপি রাজ্য সভাপতি বলেছিলেন “শীতলকুচিতে যে দুষ্টু ছেলেরা গুলি খেয়েছে তারা থাকবে না বাংলায়। সবে শুরু হয়েছে। যারা ভেবেছিল কেন্দ্রীয় বাহিনী দেখানোর জন্য বন্দুক নিয়ে এসেছে তারা বুঝেছে ওর গুলির ধরন কীরকম। এটা সারা বাংলায় হবে। যদি কেউ আইন হাতে নিতে আসে তাকে যোগ্য জবাব দেওয়া হবে। আমি আশা করব ১৭ তারিখ সেই দিন আসছে যেদিন আপনারা সকালগেলা গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিন। সেন্ট্রাল ফোর্স বুথে থাকবে। কেউ লাল চোখ দেখাতে পারবে না। তাহলে আমরা আছি। আর যদি বাড়াবাড়ি করে, শীতলকুচি দেখেছেন কী হয়েছে। জায়গায় জায়গায় শীতলকুচি হবে। সেই জন্য সাবধান থাকুন।