কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ আর মাঝে মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই রাজ্যে আগামী ২৭ মার্চ প্রথম দফার নির্বাচন। নির্বাচনী উত্তাপ বাড়ছে ক্রমশ। এরই মাঝে ইডির তলব দুই তৃণমূল প্রার্থী মদন মিত্র এবং বিবেক গুপ্তকে।
সারদাকাণ্ডে ইডির তলব পেয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন কামারহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মদন মিত্র ও জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিবেক গুপ্ত৷
সিবিআই সারদা কান্ডে আগে গ্রেফতার করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে। অভিযোগ ছিল প্রভাব খাটানো-সহ অন্যান্যঅভিযোগ। তবে এবার মানি লন্ডারিং অ্যাক্টে মদন মিত্রের বিরুদ্ধে তদন্ত করছে ইডি। সূত্রের খবর, টাকা সাইফনিং এর অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রাজ্যের এই প্রাক্তন এই মন্ত্রীকে। রাজ্যে প্রথম দফার নির্বাচনের আগে দুই প্রার্থীকে জেরা নিঃসন্দেহে চাপ বাড়াবে শাসক দলের ওপর। এমনটাই মনে করছেন রাজনৈতিক ওয়াকিবহাল মহল।