33 C
Kolkata
33 C
Kolkata
বুধবার, মার্চ 29, 2023

দ্বিতীয় দফার ভোটের আগে কড়া অবস্থান কমিশনের, প্রয়োজনে গুলি চালাতে পারবে কেন্দ্রীয় বাহিনী

দ্বিতীয় দফার ভোটের আগে কড়া অবস্থান কমিশনের, প্রয়োজনে গুলি চালাতে পারবে কেন্দ্রীয় বাহিনী

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ আগামী ১লা এপ্রিল রাজ্যে অষ্টম দফার বিধানসভা নির্বাচনের মধ্যে দ্বিতীয় দফার নির্বাচন। দ্বিতীয় দফার ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আরও কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। প্রয়োজনে গুলি চালাতে পারবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কমিশন সূত্রে অন্তত এমনটাই জানা যাচ্ছে।

এদিকে দ্বিতীয় দফার ভোটে মোতায়েন থাকবে ৬৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।দ্বিতীয় দফায় ভোটের আগে আরও কড়া নির্বাচন কমিশন। সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে।

উল্লেখ্য প্রথম দফার নির্বাচনের আগের দিন ২৬ মার্চ দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে গুরুতর জখম হন পটাশপুর থানার ওসি দীপক চক্রবর্তী। কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানও গুরুতর আহত হন। এরপরই কমিশনের এহেন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে বৃহস্পতিবার দ্বিতীয় দফা ভোটে ৪ জেলার ৩০টি আসনে ভোটগ্রহণের জন্য ৬৫১ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে।এরমধ্যে পশ্চিম মেদিনীপুরে ২১০ কোম্পানি।পূর্ব মেদিনীপুরে ১৯৯ কোম্পানি। বাঁকুড়ায় ১৭০ কোম্পানি। দক্ষিণ ২৪ পরগনায় ৭২ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.