দলীয় প্রতীক দেওয়া মুখোশ বানিয়ে নজর কাড়ছেন কাটোয়ার মুখোশ শিল্পী দীপংকর দাস
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ রাজ্য রাজনীতি সরগরম খেলা হবে স্লোগানে।এই স্লোগান টি শার্ট,টুপি ছাড়িয়ে এবার জায়গা করে নিল মুখোশে।বিজেপি ,তৃণমূল ছাড়া আরও বিভিন্ন দলের রাজনৈতিক দলের প্রতীকী চিহ্ন সমেত খেলা হবে লেখা কাগজের মুখোশ ভালই জনপ্রিয় হল কাটোয়ায়। একই সঙ্গে এই মুখোশ বানিয়ে রাতারাতি ফেমাস হলেন কাটোয়ার হরিসভা পাড়ার মুখোশ শিল্পী দীপংকর দাস।
বিধানসভা নির্বাচন শুরু হতেই খেলা হবে স্লোগান ছড়িয়ে পড়ে টিশার্ট, টুপিতে।তা দেখেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীকী এঁকে খেলা হবে স্লোগান লিখে মুখোশ বানালে নির্বাচনের সময় বিক্রি হবে ভালই।এই চিন্তা থেকেই সামান্য কয়েকটি দলের মুখোশ বানান দীপংকর দাস।নির্বাচনে আলোচিত হওয়া স্লোগান ও দাম মাত্র ৩০ টাকা হওয়ায় দলীয় মুখোশ পছন্দ হয়ে যায় বিভিন্ন রাজনৈতিক দল গুলির।মুখোশ বানানোর বরাত এখন বেড়ে চলেছে প্রতিদিনই।
বাবা কার্তিক দাসের কাছ থেকে শেখা মুখোশ ও ঠাকুর বানিয়ে সংসার চলে দীপংকর দাসের।বাবা কার্তিক দাস বয়সের কারনে সেভাবে আর কাজ করতে পারেন না।বাবার কাছ থেকে শেখা শিল্পকে কাজে লাগিয়ে নির্বাচনের প্রাক্কালে বাড়তি কিছু রোজগারের আশায় বিভিন্ন রাজনৈতিক দলের মুখোশ একের পর এক বানিয়ে চলেছে দীপংকর দাস।তিনিও আশাবাদী এইবার মুখোশ বানিয়ে খেলা হবে।