কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ তীব্র দাবদাহকে উপেক্ষা করে কার্যত উৎসবের মেজাজে নিজেদের নাগরিক অধিকার প্রয়োগ করছেন বেলা ১১টা পর্যন্ত সারা রাজ্যে ভোট পড়েছে ৩৬.০৯শতাংশ। জেলার ৩০ টি বিধানসভা কেন্দ্রের ভোটাররা। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। এর মধ্যেই সামনে এসেছে বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা। দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের একাধিক বুথে তৃণমূলের বোতাম টিপলে বিজেপিতে ভোট পড়ার অভিযোগ করেছেন ভোটাররা।
.
একই দিনে ভোট হচ্ছে অসমে, সেখানে একই সময়ে ভোট পড়েছে ২৬.৩৭ শতাংশ। ভোটদানের হিসাব ইঙ্গিত দিচ্ছে নির্বাচনে সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে অংশ নিয়েছেন।
বাঁকুড়া জেলায় বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৬.৪৮ শতাংশ। ঝাড়গ্রাম জেলায় ভোট পড়েছে ৩৬.৮৭ শতাংশ। পশ্চিম মেদিনীপুরে ভোট পড়েছে ৩৫.৯০ শতাংশ। পূর্ব মেদিনীপুরে ৩৮.৮১ শতাংশ। পুরুলিয়ায় ভোট পড়েছে ৩৩.৬৫ শতাংশ।
নির্বাচন কমিশনের হিসাব অনুসারে সকাল ১১.৪১ পর্যন্ত বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও পুরুলিয়ায় ভোট পড়েছে ৩০ থেকে ৩৫ শতাংশের মতো। সকাল ১১.৪১ পর্যন্ত রাজ্যে মোট ভোট পড়েছে ৩৬.০৯ শতাংশ।