কোলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ বোমাতঙ্কের জেরে বন্ধ করে দেওয়া হল তাজমহল। বৃহস্পতিবার সকালে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করে জানায় বোমা রাখা আছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম এই সৌধে। নিমেষে ছড়িয়ে পড়ে আতঙ্ক উত্তর প্রদেশ পুলিশের নির্দেশে পর্যটক শূন্য করে দেওয়া হয় তাজকে। শুরু হয় তল্লাশি। খবর দেওয়া হয় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সকেও।
আগ্রার ইন্সপেক্টর জেনারেল সতীশ গণেশ জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে ইউ পি ১১২ ফোন করে এক ব্যক্তি জানান তাজমহলে বোমা বিস্ফোরণ হতে চলেছে। খবর পাওয়া মাত্রই বোম্ব স্কোয়াডের একটি দল তাজমহলের উদ্দেশ্যে রওনা দেয়। তাজমহলের সমস্ত এলাকায় তল্লাসি চালায় তারা। তবে তল্লাশি শেষে জানা যায় স্মৃতি সৌধে কোনও বিস্ফোরক বা তেমন কোনও পদার্থ পাওয়া যায়নি।
সূত্রের খবর উত্তর প্রদেশ পুলিশ ইতিমধ্যেই বোমাতঙ্কের খবর দেওয়া নাম্বারটি শনাক্ত করেছে। কি কারণে এই রকম আতঙ্ক ছড়ানো হল তার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।