কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ আজ প্রথম দফায় রাজ্যের যে পাঁচ জেলার তিরিশটা আসনে চলছে ভোটগ্রহণ চলছে তার মধ্যে পুরুলিয়ার ৯ টা, পশ্চিম মেদিনীপুরের ৬ টা, বাঁকুড়ার ৪টে, পূর্ব মেদিনীপুরের ৭টে এবং ঝাড়গ্রামের ৪টে আসন রয়েছে। ২০১৬ বিধানসভা ভোটে এই তিরিশটা আসনের মধ্যে সাতাশটাতেই জিতেছিল তৃণমূল।
তবে বিগত তিনবছরে অনেকটাই বদলে গিয়েছে ছবিটা। ২০১৯ এর লোকসভা নির্বাচনের পর দেখা গিয়েছে উল্লেখযোগ্য ভাবে ভোট বেড়েছে পদ্ম শিবিরের।
তবে ইতিমধ্যেই আসতে শুরু হয়েছে বিক্ষিপ্ত অশান্তির খবর। প্রথম দফার ভোটগ্রহণের দিনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল। পূর্ব মেদিনীপুরের দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের ৭১ নম্বর বুথে কয়েকজন ভোটার অভিযোগ করেছেন, ঘাসফুলে বোতাম টিপলে বিজেপিতে ভোট পড়ছে৷ এর পর ওই বুথে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়। কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল৷ তৃণমূলের অভিযোগ, ইভিএম হ্যাক করে ভোট লুঠ করছে বিজেপি।( ছবি সংগৃহীত)