থ্রেডিং কি ভাবে করবেন।।
থ্রেডিং করতে কি কি লাগে?
১. কোটস এর সুতো,
২. টেলকম পাউডার,
৩. ছোটো কাচি,
৪. অ্যালোভেরা জেল,
৫. তুলো।
কি ভাবে করবেন?
১. প্রথমে আইব্রো এর ওপরে তুলো দিয়ে পাউডার লাগাবেন।
২.দুই ভুরুর জইন্ট এ কাচি দিয়ে কেটে সমান করে নিতে হবে।
৩. এবার ডানদিকের ভ্রু প্লাক এর সময় কাস্টমার এর সামনে দাড়িয়ে কাজ করতে হবে।
৪. আর বামদিকের ভ্রু প্লাক এর সময় কাস্টমার এর পিছনে গিয়ে কাজ করতে হবে।
৫.সব শেষে নাকের ডগা লক্ষ করে দুই ভুরুর মাঝের অংশটা ঠিক করতে হবে ।
হয়ে গেলে জেল দিয়ে হালকা ম্যাসাজ করতে হবে।
এই পদ্ধতি কপাল, আইব্রো, আপার এবং লোয়ার লিপ,গাল বা পুরো মুখে করতে পারবেন।