কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
চারদিন বাদে ফের কাবুলে বিস্ফোরণ । এবার রকেট হামলা হল তালিবান নিয়ন্ত্রত আফগানিস্তানে । রবিবার ফের শক্তিশালী বিস্ফোরণের আওয়াজে কেপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল । সংবাদ সংস্থা এএফপি, আলজাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং স্থানীয় সংবাদ মাধ্যম টোলো নিউজ এই খবর জানিয়েছে ।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই বিস্ফোরণের বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে । টোলো নিউজের উপস্থাপক মুসলিম শিরজাদ ঘটনার একটি ভিডিও টুইট করেছেন ।তিনি জানিয়েছেন, কাবুলের খাওয়াজা বুঘড়া এলাকায় পিডি ১৫ রাস্তার উপর এই বিস্ফোরণ ঘটেছে । রাস্তাটি বিমানবন্দরে যায় বলে জানা গিয়েছে ।
এই ঘটনায় ঠিক কতজন হতাহত হয়েছেন, ক্ষয়ক্ষতির মাত্রা কত তা এখনও জানা যায়নি ।তবে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে এটি একটি রকেট হামলা হয়েছে । সর্বশেষ খবর যা জানা গিয়েছে, কয়েকটি বসতবাড়ির উপর আছড়ে পড়ে রকেট টি ।কারা এই হামলা চালিয়েছে, তা এখনও জানা যায়নি । এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী এই হামলার দায় নেয়নি । তবে বেশ কিছু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে । গত ২৬শে আগষ্ট কাবুল বিমানবন্দরের বাইরে পরপর দুটি হামলা হয়।যার জেরে দেড়শোরও বেশী মানুষ প্রাণ হারিয়েছেন । সেই হামলার জের কাটতে না কাটতেই এদিনের হামলা হল । অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শনিবারই ফের কাবুল বিমানবন্দর সংলগ্ন এলাকায় হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল ।