33 C
Kolkata
33 C
Kolkata
বৃহস্পতিবার, মার্চ 30, 2023

দুই গোষ্ঠীর সংঘর্ষে ফের উত্তপ্ত ভাটপাড়া, ব্যাপক বোমাবাজিতে জখম পুলিশ কর্মী সহ বেশ কয়েকজন

ভোট পরবর্তী হিংসায় ফের উত্তপ্ত উত্তর ২৪ পরগনার ভাটপাড়া । এলাকা দখলকে ঘিরে দুই গোষ্ঠীর বোমাবাজিকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া থানার ২৯ নম্বর রেলগেট সন্নিহিত এলাকা। রবিবার রাত ৯-১৫ মিনিট নাগাদ ব্যাপক বোমাবাজি হয়। বোমার ঘায়ে জখম একাধিক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে RAF-সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ বোমাবাজিতে জড়িত থাকায় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করেছে। সূত্র বলছে, পুলিশের উপস্থিতিতেই আচমকা বোমাবাজি হয়। বোমার ঘায়ে জখম বেশ কয়েকজন। আহতদের তালিকায় রয়েছেন পুলিশকর্মীও। তাঁদের চিকিৎসা চলছে।

এর আগেও একাধিকবার দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া। দিনকয়েক আগে প্রাণও হারান এক বিজেপি কর্মী। ভাটপাড়ার লাগাতার অশান্তি নিয়ে শাসক-বিরোধীর মধ্যে তরজাও লেগে রয়েছে। তৃণমূলের অভিযোগ, বিধানসভা নির্বাচনে ভাল ফল না হওয়ায় বাংলায় অশান্তি ছড়াতে চাইছে বিরোধী বিজেপি। ভোট পরবর্তী হিংসার ঘটনায় একাধিকবার উত্তাল হয়েছে এই এলাকা। আর এই অশান্তির নেপথ্যে সাংসদ অর্জুন সিংয়ের হাত রয়েছে বলেই দাবি ঘাসফুল শিবিরের। যদিও সে দাবি বারবার নস্যাৎ করেছে পদ্মশিবির। তাদের দাবি, শাসকদল তৃণমূল তৃতীয়বারের জন্য মসনদে বসার পর থেকেই ‘অশান্ত’ রাজ্য।

গত ৬ জুন বোমাবাজিকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়ায় ভাটপাড়ায়। সূত্রের খবর, এদিন ভাটপাড়ার ১ নম্বর ওয়ার্ডের মুক্তারপুরে বোমাবাজির ঘটনায় মৃত্যু হয় এক BJP কর্মীর। ওই কর্মীর নাম জে পি যাদব। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রবিবার হঠাৎ তাঁরা বোমাবাজির আওয়াজ শুনতে পান। বাইরে এসে দেখেন জে পি যাদব নামক ওই বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তাঁরা। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.