দুপুর তিনটে পর্যন্ত ভোট পড়ল প্রায় ৭০%,সবচেয়ে বেশি ভোট জলপাইগুড়িতে
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পঞ্চম দফা অনুষ্ঠিত হচ্ছে শনিবার। আগের চার দফার নির্বাচন যথেষ্ট উত্তপ্ত ছিল। তার ওপরে করোনার দাপট সারা দেশের মতোই বাংলাতেও ক্রমেই ঊর্ধ্বমুখী। এই অবস্থায় মোট ছয়টি জেলার ৪৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।
দুপুর ৩ টে পর্যন্ত ভোট পড়ল প্রায় ৭০ শতাংশ, সর্বাধিক ভোট জলপাইগুড়িতে, দুপুর ৩ টে পর্যন্ত ভোটদানের হার ৬৯.৪ শতাংশ। জলপাইগুড়িতে ভোট পড়েছে ৭৪.৮২ শতাংশ, কালিম্পঙে ভোট পড়েছে ভোট পড়েছে ৬২.৭১ শতাংশ, দার্জিলিঙে ভোট পড়েছে ৬৪.১ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ভোট পড়েছে ৬৫.৫২ শতাংশ, পূর্ব বর্ধমানে ভোট পড়েছে ৭২.২৫.২ শতাংশ এবং নদিয়ায় ভোট পড়েছে ৭২.৭৪ শতাংশ।।