চলছে পঞ্চম দফার ভোট গ্রহণ, বেলা এগারোটা পর্যন্ত রাজ্যে ভোটদানের হার ৩১.০৪%
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পঞ্চম দফা অনুষ্ঠিত হচ্ছে শনিবার। আগের চার দফার নির্বাচন যথেষ্ট উত্তপ্ত ছিল। তার ওপরে করোনার দাপট সারা দেশের মতোই বাংলাতেও ক্রমেই ঊর্ধ্বমুখী। এই অবস্থায় মোট ছয়টি জেলার ৪৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। সবকটি আসনে, সব কেন্দ্রেই রয়েছে কড়া নিরাপত্তা বেষ্টনী আগের দফার অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর নির্বাচন কমিশন।
কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তেমন কোন বড় অশান্তির খবর নেই। বেলা ১১ টা পর্যন্ত রাজ্যে ভোটদানের হার ৩১.০৪%। দার্জিলিং ১৪.২৪%, জলপাইগুড়ি ৩০.৩৯%, কালিম্পং ১৪%, নদিয়া ৩৩.৯০%, উত্তর ২৪ পরগনা ৩৩.৩৪%, পূর্ব বর্ধমান ৩৬.৫৭%।