করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় এবার ভারতীয় রেল আনছে অক্সিজেন এক্সপ্রেস
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ দ্বিতীয় ঢেউয়ে করোনার দাপটে ত্রস্ত গোটা দেশ। সংক্রমণের সংখ্যা এতই বাড়ছে যে হাসপাতালগুলিতেও বেড ও অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে। আর তাই করোনা কালে বিশেষ পদক্ষেপ করেছে ভারতীয় রেল।
মহামারীর সঙ্গে লড়াই করতে এবার ‘অক্সিজেন এক্সপ্রেস’ নামক ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছেন, এই ট্রেনের মাধ্যমে একসঙ্গে অনেকগুলি অক্সিজেন সরবরাহ করা যাবে এবং অনেক দ্রুত অক্সিজেন পাবেন রোগীরা। এই ট্রেনগুলি যাতে দ্রুত পৌঁছতে পারে তার জন্য গ্রিন করিডোরেরও ব্যবস্থা করা হচ্ছে।
ট্রেনের কামরায় এবার ৩ লক্ষ আইসোলেশনের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। করোনার দ্বিতীয় ঢেউতে প্রত্যেকদিন সংক্রমণের মাত্রা যেভাবে বাড়ছে, বাড়ছে মৃত্যুর হারও। হাসপাতালগুলিতে বেড ও অক্সিজেনেরও ঘাটতি দেখা দিচ্ছে।
এই ভয়াবহ পরিস্থিতিতে লড়াই করতে এবার অক্সিজেন এক্সপ্রেস নামক ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। কেন্দ্রীয় রেল মন্ত্রী পীযূষ গোয়েল জানান, এই ট্রেনের মাধ্যমে যেমন অক্সিজেন সরবরাহ করা যাবে, তেমনই ট্রেনে আক্রান্তকারীরা দ্রুত অক্সিজেন পাবেন। এই ট্রেন গুলি যাতে দ্রুত পৌছতে পারে তার জন্য গ্রীন করিডোরেরও ব্যবস্থা করা হচ্ছে।
শুধু অক্সিজেনই নয় ট্রেনে থাকছে আইসোলেশনেরও ব্যবস্থা। রাজ্যগুলির চাহিদার কথা মাথায় রেখে ৩ লক্ষ আইসোলেশন বেড এর ব্যবস্থা করা হচ্ছে। এই দ্বিতীয় ঢেউয়ে আরও ভয়াবহ আকার নিচ্ছে করোনা। যেভাবে দ্রুত গতিতে সংক্রমিত হচ্ছে করোনা, তা নিয়ে চিন্তিত দেশবাসী।