33 C
Kolkata
33 C
Kolkata
বৃহস্পতিবার, মার্চ 30, 2023

‘কর্মক্ষেত্রে আমার কোনও বন্ধু নেই, আত্মীয় নেই’, ফেসবুকে বিশেষ বার্তা ফিরহাদের । কিন্তু কেন এই বার্তা ?

সাধারণ মানুষের জন্য বিশেষ বার্তা দিলেন ফিরহাদ হাকিম। কোনও প্রলোভনে পা না দেওয়ার জন্য জানালেন বিশেষ আর্জি। একটি পোস্টে তিনি লিখেছেন, ‘ কর্মক্ষেত্রে আমার কোনও বন্ধু নেই, আমার কোনও আত্মীয় নেই, আমার কোনও প্রতিনিধি নেই। আমার নাম নিয়ে অর্থ অথবা অন্য কিছুর বিনিময়ে কেউ যদি কোনও ধরনের সরকারি পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি ঠগ এবং জালিয়াত। কেউ যদি সেই প্রলোভনে পা দেন তার দায়িত্ব একান্তই তার নিজের। কোনও ঠগবাজ অর্থের বিনিময়ে যদি কোনও প্রতিশ্রুতি দেয়, সেক্ষেত্রে তৎক্ষণাৎ থানায় অভিযোগ করুন।’

চাকরি দেওয়ার নামে প্রতারণার শিকার হন বহু মানুষ। সাধারণ মানুষকে প্রতারকদের খপ্পর থেকে বাঁচাতে ফেসবুক পোস্ট ফিরহাদ হাকিমের (Firhad Hakim)। প্রতারকদের পাতা ফাঁদে যাতে কেউ পা না দেন, সে কারণে বিশেষ আরজি জানান তিনি।

ফিরহাদ হাকিমে এই বার্তা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, সোমবার কলকাতা পুরসভার সদর দফতরেই ধরা পড়েছিল প্রতারণা চক্রের এক পাণ্ডা অমিতাভ বোস। পুলিশ সূত্রে খবর, কলকাতা পুরসভার থেকে চাকরি দেওয়ার নাম করে ৩৫ জনের থেকে প্রায় ১০ হাজার টাকা করে নিয়েছিল সে।

ঠিক কী কারণে এমন ফেসবুক পোস্ট ফিরহাদ হাকিমের, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। গত সোমবার অমিতাভ বোস নামে প্রতারণা চক্রের এক পাণ্ডাকে গ্রেপ্তার করে পুলিশ। সে কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation) চাকরি দেওয়ার নাম করে ৩৫ জনের কাছ থেকে ১০ হাজার টাকা করে নিয়েছিল বলে অভিযোগ। তার আগেও একাধিক প্রান্তে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সামনে আসে। কসবার দেবাঞ্জন দেবের ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পর থেকে যেন প্রতারণার অভিযোগ উত্তরোত্তর বাড়ছে। সেই সময় প্রতারণা চক্র নিয়ে সরব হয়েছিলেন ফিরহাদ হাকিম।

গত শনিবার ‘টক টু কেএমসি’ (Talk To KMC) অনুষ্ঠানে চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্র নিয়ে মুখও খোলেন তিনি। মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে পরীক্ষা কিংবা ইন্টারভিউ দিয়ে তবেই কলকাতা পুরসভায় চাকরি পাওয়া সম্ভব বলেই সাফ জানিয়ে দিয়েছিলেন ফিরহাদ হাকিম। যারা এই ধরনের প্রতারণা চক্র চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছিলেন। সেই বার্তার পর ফিরহাদ হাকিমের ফেসবুক পোস্ট যথেষ্ট সম্পর্কযুক্ত বলেই মনে করছেন অনেকেই।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.