সাতসকালে দিল্লির সফদরজং হাসপাতালে আগুন, আইসিইউ থেকে সরানো হল রোগীদের
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ মাত্র কিছুদিন আগে মুম্বাইয়ের একটি বেসরকারি কোভিড হাসপাতালে আগুন লেগে মৃত্যু হয় চারজন রোগীর
বুধবার সকালে ফের হাসপাতালে ঘটল অগ্নিকান্ডের ঘটনা। এবার দিল্লির সফদরজং হাসপাতাল। আগুন লাগে হাসপাতালের হাসপাতালের প্রথম তলায়। এরপর আগুন ছড়িয়ে পড়ে আইসিইউতে। দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় ৬০ জন রোগীকে। কোন হতাহতের খবর নেই।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় নয়টি ইঞ্জিন। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর ৬টা ৩৫ মিনিট নাগাদ সফদরজং হাসপাতালের প্রথম তলায় আগুন লাগে। নিমেষেই আইসিইউ ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ে। তবে হাসপাতাল কর্মীদের তৎপরতায় সেই ওয়ার্ডে থাকা ৬০ জন রোগীকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। ( ছবি সংগৃহীত)