কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ জতুগৃহের চেহারা নিয়েছে স্ট্র্যান্ডরোড। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯।
বিধ্বংসী আগুন লাগে শহরে ।আগুন লাগে স্ট্র্যান্ড রোডেএলাকার একটি বহুতলে। পূর্ব রেলের সদর দপ্তরও অগ্নিকান্ডের কবলে চলে যায়। সোমবার সন্ধ্যা ৬টা ১০ নাগাদ আগুন লাগে ওই বিল্ডিংয়ে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন। ব্যবহার করা হয় হাইড্রোলিক ল্যাডার।আগুন লাগে পূর্বরেলের সদর দফতরের
১৩ তলায়।
কলকাতা পুলিশের এক এএসআই, একজন রেল কর্মী এবং ৫ দমকল কর্মী। প্রাথমিকভাবে অগ্নিকান্ডের ঘটনায় ৭ জনের মৃত্যুর খবর মেলে। পরে জানা যায় আরও দুজনের মৃত্যু হয়েছে।রাতের দিকে ১৩ তলায় নতুন করে আগুন ছড়ানোর খবর পাওয়া যায়। রাত সাড়ে এগারোটার আশেপাশে স্ট্র্যান্ড রোডে ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ঘটনাস্থলে আগে থেকেই উপস্থিত ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু। প্রায় একঘন্টা দুর্ঘটনা স্থলে থেকে তদারকি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, ডিজি ফায়ার জাভেদ শামিম,পুলিশ কমিশনার সৌমেন মিত্র।
এখনও পর্যন্ত ৭জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, দমকলের চার কর্মী গিরিশ দে, গৌরব বেজ, অনিরুদ্ধ জানা ও বিমান পুরকায়েত, এএসআই অমিত ভালওয়ার, মিস্টার মণ্ডল এবং একজন কনস্টেবলের মৃত্যু হয়েছে।
প্রাথমিকভাবে ৭ জনের মৃত্যুর খবর সামনে আসে। যদিও ঘন্টাখানেক পর আরও দুজনের মৃত্যু হয়। এখনও পর্যন্ত আগুনের গ্রাসে ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।