তীব্র দাবদাহ থেকে রেহাই দিয়ে স্বস্তির কালবৈশাখী কলকাতা সহ দক্ষিণবঙ্গে
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ তীব্র গরম থেকে কিছুটা রেহাই দিয়ে এল প্রথম কালবৈশাখী। আজ দক্ষিণবঙ্গের নদীয়া জেলায় তীব্র ঝড়ের সঙ্গে আসে তুমুল বৃষ্টি।দীর্ঘ দগ্ধ দিনের প্রচারের শেষে কিছুটা স্বস্তি মেলে প্রচারে বেরনো রাজনৈতিক দলের প্রার্থীদের।
গ্রীষ্মের তীব্র দাবদাহের পর বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গ ও কলকাতা।রবিবার দুপুরের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড়-বৃষ্টি হয়েছিল। সন্ধ্যে নামতেই এবার মুষলধারে বৃষ্টি নামলো কলকাতাসহ হাওড়া এবং শহরতলিতে। সঙ্গে ঝোড়ো হওয়ার দাপট। বছরের প্রথম কালবৈশাখীর জেরে প্যাচপ্যাচে গরম থেকে অনেকটাই স্বস্তি পেল কলকাতাসহ জেলাবাসী।