পয়লা মে থেকে ১৮ বছর হলেই টীকা পাবেন প্রত্যেক ভারতীয়
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ। বিভিন্ন রাজ্যে অতি দ্রুত বাড়ছে সংক্রমিতের সংখ্যা। এমতপরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার সিন্ধান্ত নিয়েছে পয়লা মে থেকে ১৮ বছর বয়স হলেই প্রত্যেকে টীকা পাবেন। এতদিন পর্যন্ত ৪৫ থেকে টীকাদানের বয়স নির্ধারিত করা হয়েছিল। কেন্দ্রের মোদী সরকারের এই সিন্ধান্তকে স্বাগত জানিয়েছেন চিকিৎসকমহল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “ভারতের অধিকাংশ মানুষ যাতে প্রতিষেধক নিতে পারে তার জন্য গত এক বছর ধরে চেষ্টা করছে কেন্দ্র। আর এই বিষয়ে ইতিমধ্যেই রেকর্ড গতিতে এগিয়েছে। মোদী বলেন, “আমরা আগামী দিনে এব্যাপারে আরও দ্রুত গতিতে কাজ করব।”