কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ বাংলায় জমে উঠেছে ভোটের লড়াই। কখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার কখনও তৃণমুল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমে উঠছে বিবৃতি পাল্টা বিবৃতির লড়াই । শনিবার খড়গপুরের সভায় মোদী মমতা সরকারের উদ্দেশ্যে তোপ দেগে বলেন ” দিদির পার্টি আসলে নির্মমতার পাঠশালা। দিদির৪ পাঠশালার সিলেবাস আসলে সিন্ডিকেট । উন্নয়নের সমস্ত প্রকল্পে বাধা দিয়েছেন মমতা।” মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলেও দাবি করেন মোদী। তিনি আরও বলেন ১০ বছরে বাংলায় শুধু লুঠ দুর্ণীতি হয়েছে ।
মোদী বলেন দিদি বলছেন খেলা হবে এবার কিন্তু খেলা শেষ হবে, বিকাশের শুরু হবে। কেন্দুপাতা বিক্রিতেও কাট্মানি হচ্ছে। এই কাট্মানি সংস্কৃতির দলকে বদলাতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন ” আপনারা কংগ্রেসের কারসাজি দেখেছেন, বাম আমলের সন্ত্রাস দেখেছেন, তৃণমূলের কুশাসন দেখেছেন আমাদের পাঁচ বছর কাজ করার সুযোগ দিন বাংলায় আসল পরিবর্তন আনব।