কয়লা পাচার কাণ্ডে জ্ঞানবন্ত সিংকে তলব করল সিবিআই
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ কয়লাপাচার কাণ্ডে এবার তলব করা হল জ্ঞানবন্ত সিংকে। আগামী ৪ মে নিজাম প্যালেসে তাঁকে তলব করল সিবিআই। সূত্রের খবর, কয়লা পাচার চক্রে লিঙ্ক ম্যান হয়ে কাজ করতেন তিনি। এছাড়াও তাঁর বিরুদ্ধে নিজের পদ ও ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগও উঠেছে।
কয়লা পাচার চক্রের তদন্তে নেমে একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। তাদের বেশ কয়েজনের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও বাজেয়াপ্ত করা হয়েছে। আর সেখান থেকেই উঠে এসেছে জ্ঞানবন্ত সিংয়ের নাম।
সূত্রের খবর, কয়লা পাচারের টাকা লালা ওরফে অনুপ মাঝির কাছ থেকে হাত ঘুরে আসত জ্ঞানবন্ত সিং -র কাছে। পরে সেই টাকা যেত কলকাতার কিছু প্রভাবশালী ব্যক্তির হাতে। আর এই ব্যবস্থাটি করতেন আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিং বলে অভিযোগ। ইতিমধ্যে বেশ কিছু জনের হদিশ মিললেও, সকলের হদিশ এখনও পাওয়া যায় নি। এই বিষয় নিয়েই জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে ৪ মে জ্ঞানবন্ত সিংকে ডেকে পাঠিয়েছে সিবিআই।