কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
গঙ্গায় জলস্তর বেড়ে যাওয়ায় জন্য রেললাইন ছুয়েঁ ফেলেছে জল ।এ কারণে মালদা ডিভিশনে বাতিল করা হল ১৩টি ট্রেন ।রুট পরিবর্তন করা হয়েছে আরও ১৬টি ট্রেনের । মালদা ডিভিশনের ডিআরএম জিতেন্দ্র কুমার জানিয়েছেন , মালদা থেকে সাহেবগঞ্জ, সাহেবগঞ্জ-ভাগলপুর , ভাগলপুর থেকে জামালপুর রুটের সমস্ত প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে ।বেশকয়েকটি দূরপাল্লার ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে ।কিউল দিয়ে ট্রেনগুলি কে দিল্লি পাঠানো হচ্ছে ।এছাড়াও মালদা থেকে দিল্লি যাওয়ার ট্রেন গুলিকে কাটিহার, পাটনা হয়ে দিল্লি পাঠানো হচ্ছে ।
যেসব ট্রেনগুলি বিহার ও ঝাড়খণ্ড দিয়ে চলাচল করে বা ওই দুই রাজ্যে যাচেছ , সেগুলি হয় বাতিল করা হয়েছে বা পথ পরিবর্তন করা হয়েছে । এক আধিকারিক জানিয়েছেন, কলকাতা-মালদা- নিউজলপাইগুড়ি রুটে ট্রেন পরিষেবায় প্রভাব পড়েনি । কিন্তু কয়েকটি জায়গায় গঙ্গার জল বাঁধ উপড়ে রেললাইন বরাবর থাকা কালভার্ট গুলির নীচ দিয়ে বইছে ।জলের তোড় বেশি থাকায় ট্রেনগুলি বাতিল বা যাত্রাপথের পরিবর্তন করা হয়েছে ।