আবারও নতুন মুখ শাসক শিবিরে। এবার যোগ দিলেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি । বুধবার সকালে তৃণমূল কার্যালয় পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় এবং ব্রাত্য বসুর হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে আনুষ্ঠানিক ভাবে দলে যোগ দিলেন অভিনেত্রী।
আজ সকালে অভিনেত্রী জানান, তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন। সায়ন্তিকা বলেন, ‘আমার সৌভাগ্য আমি আজ তৃণমূলে যোগদান করছি।’ সেইসঙ্গে তিনি আরও বলেন, ‘দিদির পাশে আগেও ছিলাম, আগামীদিনেও থাকব। দিদি আমায় যে গুরুদায়িত্ব দিয়েছেন তা যেন পালন করতে পারি।’
নির্বাচনের আগে কার্যত দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে টলিউড। বিজেপি শিবিরে যোগ দিয়েছেন রুদ্রনীল ঘোষ, যশ দাশগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার। অন্যদিকে তৃণমূলে যোগ দিয়েছেন কৌশানি মুখোপাধ্যায়, রণিতা, মানালী দে, সায়নী ঘোষ সহ একাধিক অভিনেতা অভিনেত্রী। কার্যক্ষেত্রেও কী দ্বিধাবিভক্ত হয়ে যাবে টলিউড? সায়ন্তিকা বলছেন, ‘কাজের জায়গায় সম্পর্কটা একই রকম থাকবে। আমার দিক থেকে বন্ধুত্বে কোনোও বাধা আসবে না।’