বাঙালি মাত্রই মাছ প্রিয় । দুপুরে খেতে বসে পাতে মাছের ঝোল পড়বে না, তা আবার হয় নাকি !! কথাতেই আছে মাছে-ভাতে বাঙালি । তবে মাছ খেতে গিয়ে মাছের কাঁটা বিঁধেনি এমন বাঙালি খুব কমই আছেন । তবে অনেকেই জানেন না গলায় মাছের কাঁটা আটকে গেলে মুক্তি পাবেন কি করে তাই
জেনে রাখুন এই উপায়গুলি।
১। সাদা ভাতের বড় বড় দলা বানিয়ে গিলে ফেলুন।
২। গলায় মাছের কাঁটা বিঁধলে সঙ্গে সঙ্গে কয়েকটা কলা খেয়ে নিন। কিছু পরে খেয়াল করবেন গলা থেকে কখন কাঁটা নেমে গেছে ।
৩। গলায় মাছের কাঁটা ফুটলে আগে একটা লেবু নুন দিয়ে মেখে রসটা খেতে থাকুন । লেবু মাছের কাঁটা নরম করতে সাহায্য করে।
৪। বাড়িতে কোল্ড ড্রিঙ্ক থাকলে খেয়ে নিন। এক নিশ্বাসে যতটা সম্ভব খেয়ে ফেলুন । কাঁটা নরম হয়ে নেমে যাবে।
৫। জলের সঙ্গে সামান্য ভিনিগার মিশিয়ে খেয়ে ফেলুন ।আটকে থাকা মাছের কাঁটা খুব সহজে নেমে যাবে ।
৬। হালকা গরম জলে সামান্য নুন মিশিয়ে খেতে পারেন। তাতে কাঁটা নরম হয়ে তাড়াতাড়ি গলা থেকে নেমে যাবে।
৭। একপ্রকার হোমিওপ্যাথি ওষুধেও মাছের কাঁটা র যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন, আজই কোনো হোমিওপ্যাথি দোকান থেকে সংগ্রহ করে রাখুন।