একটা ভালো বিউটিশিয়ান কি করে হবেন।।
১. রোজ চুল ধোওয়া এবং স্নান করা জরুরী। ঘাম থেকে যাতে দুর্গন্ধ না আসে তার জন্য বডিস্প্রে ব্যবহার করা উচিত।
২. ভালোভাবে ব্রাশ করতে হবে, মুখ থেকে যাতে দুর্গন্ধ না বের হয় তা নজর রাখতে হবে।
৩. চুল পরিষ্কার থাকবে সব সময়। হেয়ার স্টাইল থাকবে খুব সিম্পল।
৪. গায়ের রং,বয়স এবং পার্সোনালিটি অনুযায়ী মেকআপ করতে হবে এবং ড্রেস পরতে হবে।
৫. হাতে ও পায়ে মেনিকার ও পেডিকিওর করা থাকবে।শরীর এর কোথাও অবাঞ্ছিত চুল থাকবে না।হাতে পায়ের খোলা জায়গায় কোনো রকম দাগ থাকা চলবে না।
৬. আরাম দায়ক জুতো পরতে হবে হিল জুতো পরতে ন নাই।জুতো সবসময় পালিশ করা থাকবে।
৭. ব্যালেন্স ডায়েট ফলো করতে হবে। ওভার ওয়েইট চলবে না।প্রচুর জল খাতে হবে।
৮. পরিষ্কার জামাকাপড় পরতে হবে। আন্ডার গার্মেন্টস সম্পর্কে সচেতন থাকতে হবে।
৯.জমকালো এবং আওয়াজ হবে এমন কোনো গয়না চলবে না।এমন কোনো গয়না পরবে না যাতে কাস্টমার এর বেথা লাগে।
১০. হাতে বাড়তি নখ থাকবে না। নেইল পলিশ না পরা ভালো।
১১.কোনো কাজ এর শুরু বা শেষ এ ভালো করে হাত ধুতে হবে, নিজের আলাদা টাওয়াল রাখতে হবে।
১২. কোনো রকম নেশা করা চলবে না।
১৩. খুব ভদ্র ভাবে হাঁটাচলা ও ওঠাবসা করতে হবে।সর্বোপরি নিজাম স্মার্ট করতে হবে।
১৪. অত্যাধুনিক মেশিন ও ফেসিয়াল সম্পর্কে সঠিক জ্ঞান রাখতে হবে।বিভিন্ন মিডিয়া এর সাথে যোগাযোগ রাখতে হবে।রূপচর্চা সংক্রান্ত পত্রিকা পরতে হবে,নিজেকে আপডেট রাখতে হবে।