হেয়ার কালার কি ভাবে করবো।
উপকরণ;
১. গার্নিয়ার বা লোরিয়াল এর hair colour,
২. ব্রুস
৩. কম্ব
প্রণালী;
১. প্রথমে শেম্পু করে নিতে হবে ও ধুয়ে নিতে হবে এবং শুকিয়ে নিতে হবে।
২. চুল পার্ট করে করে ব্রাশ এর সাহায্যে কালার ও ডেভেলোপার (1:1) মিশিয়ে প্রথমে রুটে তারপরে চুলে লাগাতে হবে।
৩. সব শেষে সব চুল একবার কম্বিং করে নিতে হবে।
৪. 45 মিনিট পরে চুল ধুয়ে কন্ডিশনার লাগাতে হবে।
তারপরে চুল শুকিয়ে নিতে হবে।
৫. পরেরদিন shampoo ও কন্ডিশনার লাগাতে হবে।
সাবধানতা;
1) তৈলাক্ত চুলে hair colour করা যায় না।
2) স্কেল্পে কোনো ঘা, কাটা, টাক পোকা থাকলে colour করা যায় না।