চুল পড়ে যাচ্ছে !! শ্যাম্পু করার সময় মুঠো মুঠো চুল উঠে আসছে !! কি করবেন ভেবে পাচ্ছেন না !! তাহলে এই প্রতিবেদন আপনার জন্য।
১। পেঁয়াজের রস চুলের জন্য মহা-উপকারী। চুলের গোড়া শক্ত করতে এর জুড়ি মেলা ভার। পেঁয়াজের রসের সঙ্গে নারকেল তেল মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে নিন শ্যাম্পু করার অন্তত ৩০ মিনিট আগে । এটি খুশকি রোধেও মহা ঔষধ।
২।পালংয়ের রস ব্যবহারে চুল পড়া বন্ধ হয় দ্রুতগতিতে।এমনকি পালং নিয়মিত খেলে চুল এর সব সমস্যা দূর হয় নিমেষেই।
৩।কালোজিরার তেল সামান্য গরম করে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে ম্যাসাজ করুন। ঘণ্টাখানেক পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
৪।আমলকি ও জবাফুল নারকেল তেলের সঙ্গে ফুটিয়ে কাঁচের বোতলে সংরক্ষন করুন। শ্যাম্পু করার আগে ওই তেল চুলের গোড়ায় ম্যাসেজ করে নিন।
৫। নারকেল তেল অথবা অলিভ অয়েলের সাথে ভিটামিন ‘ই’ ক্যাপসুল মিশিয়ে চুলে ম্যাসাজ করলে চুল পড়া বন্ধ হয় । নতুন চুল গজাতেও সাহায্য করে ।
৬। গ্রিন টি শুধু চুল পড়াই বন্ধ করে না। চুল গজাতেও সাহায্য করে। কয়েক দিন ব্যবহার করুন । সুফল পাবেন ।
৭। কয়েকটা পেয়ারা পাতা সেদ্ধ করে সেই জল দিয়ে চুল ধুয়ে নিন শ্যাম্পু করার পর ।এতে চুল পড়া অনেক কমে যাবে ।
এই উপায়গুলি পরীক্ষা করার পরেও যদি ফল না পান তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ।