কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
ওড়িশা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে নিম্নচাপ টি এর জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । কলকাতা , হাওড়া , দক্ষিণ চব্বিশ পরগনা , , পূর্ব মেদিনীপুর , মুর্শিদাবাদ , ও মালদা এই ৬টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ।পাশাপাশি উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং , কালিম্পং , জলপাইগুড়ি , আলিপুরদুয়ার ও কোচবিহারে জারি করা হয়েছে কমলা সতর্কতা।
ক্যালেন্ডার বলছে , বুধবার থেকে সূচনা হয়েছে শরতের । কিন্তু এখনও আকাশে বর্ষার মেঘ । রাজ্য জুড়ে হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি । কোথাও ঝিরঝিরে আবার কোথাও মুষলধারে ।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে , বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে ।আবহাওয়া দফতর সূত্রে খবর , ওড়িশা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে নিম্নচাপটি । তার অভিমুখ হবে উত্তর পশ্চিম দিকে ।ওড়িশা ও ছত্তিসগড় হয়ে ক্রমশ মধ্যপ্রদেশের দিকে চলে যাবে ।তার জেরে দখিনা বাতাস শক্তিশালী হওয়ার জন্য প্রচুর জলীয় বাস্প ঢুকছে । এর প্রভাবে উত্তরবঙ্গের ৫জেলায় ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে