34 C
Kolkata
34 C
Kolkata
বুধবার, মার্চ 29, 2023

হনুমান চালিশা (বাংলা )

হনুমান চালিশা (বাংলা )

শ্রী গুরু চরণ পদ্ম স্মরি মনে মনে ।

কোটি কোটি প্রনমিনু তাহার চরণে ।। 

শ্রীরামের চরণ পদ্ম করিয়া স্মরণ ।

চতুর্বর্গ ফল যাহে লভি অনুক্ষণ ।। 

বুদ্ধিহীন জনে ওহে পবন কুমার ।

ঘুচাও মনের যত ক্লেশ  ও বিকার ।। 

জয় হনুমান জ্ঞান গুনের সাগর ।

জয় হে কপিশ প্রভু কৃপার সাগর ।।

শ্রীরামের দুত অতুলিত বলধাম ।

অঞ্জনার পুত্র পবন পুত্র নাম  ।।১।।

মহাবীর বজরঙ্গী  তুমি হনুমান ।

কুমতি নাশিয়া কর সুমতি প্রদান ।।২।।

কাঞ্চন বরন তব  তুমি হে সুরেশ ।

কর্ণেতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ ।।৩।।

হাতে ব্জ্র তব আর ধ্বজা বিরাজে ।

সুন্দর গদাটি কাঁধে তোমার যে সাজে ।।৪।।

অপরূপ বাহু তব পবন নন্দন ।

মহাতেজ ও প্রতাপ জগত বন্দন ।।৫।।

বিদ্যাবান গুণবান তুমি হে চতুর ।

শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর ।।৬।।

সর্বদা রামের আজ্ঞা করিতে পালন ।

হৃদে রাখ সদা রাম সীতা ও লক্ষ্মণ ।।৭।।

সূক্ষ্মরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ।

ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ কৈলে ।।৮।।

ভীম রূপ ধরি তুমি অসুর সংহর।

শ্রীরাম চন্দ্রের তুমি সর্ব  কাজ কর ।।৯।।

সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষ্মণ ।

রঘুবীর হন তাহে আনন্দিত মন ।।১০।।

রঘুনাথ দিলা তোমা আলিঙ্গন দান ।

কহিলেন তুমি ভাই ভরত সমান ।।১১।।

সহস্র বদন তব গাবে যশ খ্যাতি ।

এত বলি আলিঙ্গন করেন শ্রীপতি ।।১২।।

সনকাদি ব্রহ্মাদি যতেক দেবগণ ।

নারদসারদ আদি দেব ঋষি গণ ।।১৩।।

যম ও কুবের আদি দিকপালগনে ।

কবি ও কোবিদ যত আছে ত্রিভুবনে ।।১৪।।

সুগ্রিবের উপকার তুমি যে করিলে ।

রাম সহ মিলাইয়া রাজপদ দিলে ।।১৫।।

তোমার মন্ত্রণা সব  বিভীষণ মানিল ।

লঙ্কেশ্বরের ভয়ে সবে কম্পমান ছিল ।।১৬।।

সহস্র যোজন উর্দ্ধে সূর্য দেবে দেখে ।

সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে ।।১৭।।

জয় রাম বলি তুমি অসীম সাগর ।

পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর ।।১৮।।

দুর্গম যতেক কাজ আছে ত্রিভুবনে ।

সুগম করিলে তুমি সব রাম গানে ।।১৯।।

চিরদ্বারী আছ তুমি শ্রীরামের দ্বারে ।

তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে নারে ।।২০।।

শরণ লইনু প্রভু আমি যে তোমারি ।

তুমিই রক্ষক মোর আর কারে ডরি ।।২১।।

নিজ তেজ নিজে তুমি কর সম্বরণ ।

তোমার হুংকারে দেখ কাঁপে ত্রিভুবন ।।২২।।

ভুত প্রেত পিশাচ কাছে আসিতে না পারে ।

মহাবীর তব নাম যেইজন স্মরে ।।২৩।।

রোগ নাশ কর আর সর্ব পীড়া হর ।

মহাবীর নাম যেবা স্মরে নিরন্তর  ।। ২৪।।

সঙ্কটেতে হনুমান উদ্ধার করিতে ।

তোমার চরণে যেবা মন প্রান দিবে ।।২৫।।

সর্বপরি রামচন্দ্র তপস্বী ও রাজা ।

শ্রীরামের অরিগনে তুমি দিলে সাজা ।।২৬।।

তোমার চরণে যেবা মন প্রান দিবে ।

এ জীবনে সেই জন সদা সুখ পাবে ।।২৭।।

প্রবল প্রতাপ তব হে বায়ু  নন্দন ।

চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন ।।২৮।।

সাধু সন্ন্যাসিরে রক্ষা কর মতিমান ।

শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান ।।২৯।।

অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয় ।

সকলই সিদ্ধ হয় তোমার কৃপায় ।।৩০।।

রাম রামায়ণ আছে তব নিকটেই ।

শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই ।।৩১।।

তোমার ভজন কৈলে রামকে পাইবে ।

জনমে জনমে  তার দুঃখ ঘুচে যাবে ।।৩২।।

অন্তকালে পাবে সেই রামের চরণ ।

এই সার কথা সব শুন ভক্তগণ ।। ৩৩।।

সব ছাড়ি বল সবে জয় হনুমান ।

হনুমন্ত সর্ব সুখ করিবে প্রদান ।।৩৪।।

সর্ব দুঃখ দূরে যাবে সঙ্কট কাটিবে ।

যেইজন হনুমন্তে স্মরণ করিবে ।।৩৫।।

জয় জয় জয় জয় হনুমান গোঁসাই ।

তব কৃপা ভিন্ন আর কোন গতি নাই ।। ৩৬।।

যেই জন শতবার ইহা পাঠ করে ।

সকল অশান্তি তার চলে যায় দূরে ।।৩৭।।

হনুমান চলিশা যে করে পঠন ।

সর্বকার্য্যে সিদ্ধি লাভ করে সেই জন ।।৩৮।।

তুলসীদাস সর্বদাই শ্রী হরির দাস ।

মনের মন্দিরে প্রভু কর সদা বাস ।।৩৯।।

পবন নন্দন ,      সঙ্কট হরণ ,

মঙ্গল মুরতি রূপ ।

শ্রী রাম লক্ষ্মণ ,  জানকী রঞ্জন ,

তুমি হৃদয়ে ভুপ ।।৪০।।

পবন নন্দন ,       প্রবল বিক্রম ,

রাম অনুগত অতি ।

চালিশা হেথায় ,   সমাপন হয় ,

পদে থাকে যেন মতি ।।

–     ইতি শ্রীহনুমান চালিশা    –

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.