মায়ানগরী মুম্বই, কেউ এখানে আসেন নিজেকে প্রতিষ্ঠা করতে কেউ আবার নিজেই হয়ে ওঠেন একটা আস্ত প্রতিষ্ঠান। একটা সামান্য নামকে নেমপ্লেট করে তোলার এই যুদ্ধ নিতান্তই সহজ নয়, কেউ সফলতা পান কেউ আবার হারিয়ে যান কালের নিয়মে। তাই প্রতিভা থাকা সত্ত্বেও স্বপ্ন দেখার সাহস পান না অনেকেই। দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা সেইসব যুবদের যিনি এই স্বপ্ন দেখার সাহস যোগান, সেই ফিলগুড স্বপ্নের ফেরিওয়ালার নাম ‘শাহরুখ খান’ (Shah Rukh Khan)।
৫৬ পূর্ণ করে আজ ২ নভেম্বর ৫৭-এ পা দিলেন শাহরুখ খান। ঠিক এক মাস আগে আজকের দিনে Aryan Khan মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার পর নানা ভাবে আঘাত লেগেছে শাহরুখ খানের মর্যাদায়। তাঁর সুনাম নিয়ে কাটাছেঁড়া হয়েছে বিস্তর। কিন্তু পালটা জবাব ফিরিয়ে দেননি। সিনেপর্দায় দেখা নেই গত তিন বছর ধরে। গত পঁচিশ বছরের কেরিয়ারে হাতে গোনা কটা ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন। বিতর্ক-সমালোচনা একাধিকবার ঘিরে ধরেছে তাঁকে। তবে কঠিন সময়ে তাঁর টিকে থাকার লড়াই, দাঁতে দাঁত চেপে ময়দানে ফিরে দাঁড়ানোর লড়াই অগণিত ভক্তদের কাছে অনুপ্রেরণা। জীবনদর্শনের আস্ত দলিল। কেরিয়ারের ২৫টা বছর পেরিয়েও আজও তিনি দর্শকদের মনের ‘কিং অফ রোম্যান্স’। রাজ-রাহুল থেকে কবীর খান-মোহন ভার্গব… শাহরুখ অভিনীত চরিত্র বারবার মন কেড়েছে, পর্দায় তাঁর উপস্থিতি বাড়িয়েছে বুকের ধুকপুকানি। আজ সেই বলিউড ইন্ডাস্ট্রির কিং খানের জন্মদিন।
স্কুল জীবন থেকেই অভিনয়ে হাতেখড়ি কিন্তু তিনি যে অভিনেতা হতে পারেন সে ব্যাপারে তাঁর উপর আস্থা ছিল না কারোরই। শুধুমাত্র তাঁর মা ভরসা রেখেছিলেন তাঁর উপর। গর্ব করে সকলকে বলতেন, ‘ছেলে আমার দিলীপ কুমার হবে।’ মায়ের সেই ভরসায় উড়ান দিয়ে মাত্র ১৫০০ টাকা নিয়ে দিল্লি থেকে মুম্বই পাড়ি দিয়েছিলেন শাহরুখ খান। আজিজ মির্জার অফিসে টেবিলের নিচে রাতে ঘুমাতো যে ছেলেটা আজ তাঁর ঘুম ভাঙে মুম্বইয়ে সমুদ্রের পাড়ে ২০০ কোটি টাকার বাংলোয়। তবে তাঁর জীবনের আফসোস, যে মা তাঁর উপর আস্থা রেখেছিলেন সেই মা তাঁকে একবারের জন্যও দেখতে পাননি পর্দায়। মাত্র ১৫ বছর বয়সেই মাতৃহারা হয়েছিলেন তিনি।
প্রতিবার আসে ২ নভেম্বর। বলিউড বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan) জন্মদিন ধুমধাম করে পালন করেন তাঁর অনুরাগীরা। ফ্যানদের নিরাশ করেন না কিং খান। মন্নতের ছাদে উঠে তাঁদের উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুড়ে দেন। দু’হাত প্রসারিত করে ভালবাসা গ্রহণ করেন। কিন্তু এবার কী তা হবে? এই প্রশ্নই উঠছে বিভিন্ন মহলে। এর মধ্যেই আবার শোনা যাচ্ছে, জন্মদিনে বড় ঘোষণা করতে পারেন এসআরকে।
অতিমারী হোক কিংবা কেরল-পশ্চিমবঙ্গের বন্যা, যথাসাধ্য পাশে থেকেছেন শাহরুখ। যে দুর্ভোগ নিজে পেরিয়ে এসেছেন জীবনে, দুঃস্থদের সমস্যা খুব ভালভাবে বোঝেন। তাই তো ফিল্ম ইন্ডাস্ট্রির হাজার হাজার মানুষ সমস্যায় পড়লেই কিং খানের স্মরণাপন্ন হন। তিনিও বাড়িয়ে দেন সাহায্যের হাত। ‘অভিনেতা শাহরুখের’ থেকেও তাঁদের কাছে আরও বড় ‘মানুষ শাহরুখ’- যিনি কারও দুঃখ দেখলে দু’হাত উজার করে বিলিয়ে দেন অবলীলাক্রমে। বিগত কয়েকদিন বহু ঝড়-ঝাপটা সামলেছেন। সেই প্রেক্ষইতেই আজ তাঁর জন্মদিনে অনুরাগীরা শুভেচ্ছা জানিয়ে বলছেন, “সব মন্নত পূর্ণ হোক”।