হাতের হারবাল কেয়ার কি ভাবে করবেন।
বাহু- খড়খড়ে হাতে তৈলাক্ত ভাব আনতে দুধের সরের সঙ্গে কয়েক ফোঁটা ।
১. অলিভঅয়েল,গোলাপজল মিশিয়ে রোজ স্নানের আগে 10 মিনিট ম্যাসাজ করতে হবে।তারপরে স্নান করে ওডিকোলন লাগাতে হবে।
২. কুনুই- বাহুর নিচের অংশ কে কুনুই বলে।যাদের কুনুই তে কালো স্পট দাগ আছে তাদের কুনুই দিয়ে ভর দিয়ে বসা বা দাড়ানোর অভ্যাস ত্যাগ করতে হবে।স্নানের সময় সাবান আর জলি দিয়ে পরিষ্কার করতে হবে।এরপরে কনুইতে দুধের সর ও পাতিলেবুর রস দিয়ে ম্যাসাজ করতে হবে।তাহলে কালো ও খোসখসে ভাব চলে যাবে।
হাতের চেটো – 1) হাতের চেটো খড়খড়ে হলে হালকা উষ্ণ জলে শাম্পু দিয়ে হাত ডুবিয়ে রেখে নেইল ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে।
2) হাত দুটো যদি বেশি ঘামে তাহলে ঠান্ডা জলে কপূর ও ফিটকিরি মিশিয়ে হাত ডুবিয়ে রেখে ম্যাসাজ করতে হবে।
3) হাত যদি বেশি কুচকে যায় তাহলে সপ্তাহে 2 দিন হাতের চেটোয় চা পাতার প্রলেপ লাগাতে হবে।15 মিনিট পরে ধুয়ে ফেলতে হবে।রাতে শোয়ার সময় তিলের তেল বা বাদামের তেল লাগিয়ে রাখতে হবে।
আঙ্গুল – সবজি কাটলে আঙ্গুলের ডগা কাটাকাটা,ভোট ও কালচে হয়ে যায়।তাই সবজি কাটার আগে সর্ষের তেল লাগিয়ে নিতে হবে।রান্না করা বা সবজি কাটার পরে হাতে একটা ঝাঁঝালো গন্ধ থাকে তারজন্য এক চামুচ বেসন ও 1/2 চামুচ পাতিলেবুর রস মিশিয়ে 15 মিনিট এর জন্য লাগিয়ে নিন।এর পরে ধুয়ে ফেলুন।