দেশজুড়ে যখন বাড়ছে করোনার সংক্রমণ, হরিদ্বারে তখন কুম্ভস্নানে ঢল পুণ্যার্থীদের
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ দেশে ইতিমধ্যেই আছড়ে পড়েছে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের হার। এমতাবস্থায় তেও হরিদ্বারে কুম্ভের স্নানে ঢল নেমেছে পুণ্যার্থীর।
পয়লা এপ্রিল থেকে শুরু হয়েছে পুণ্য কুম্ভের স্নান। এবারের কুম্ভমেলায় ৩টি শাহি স্নানের যোগ রয়েছে। ১২ এপ্রিল শাহি স্নানের প্রথমদিনে অংশ নিতে ভিড় জমিয়েছে হাজার হাজার পূর্ণার্থী। করোনা ভীতিকে তোয়াক্কা না করেই মানুষের ঢল নেমেছে হরিদ্বারের ঘাটগুলোতে। ভোর থেকেই শুরু হয়ে পূণ্য স্নান। যখন দেশে করোনা সংক্রমণ বিদ্যুতের গতিতে বাড়ছে তখন কুম্ভমেলার ভিড় চিন্তার ভাঁজ ফেলেছে স্বাস্থ্য আধিকারিকদের।
স্বাস্থ্য মন্ত্রকের জারি করা কোভিড-১৯ বিধি লঙ্ঘন করে হরিদ্বারের ‘হরি কি পৌর’ ঘাটে শাহি স্নানের জন্যে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন।উত্তরাখন্ড হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলে তবেই মেলায় ঢোকার অনুমতি দেওয়া হবে। আর সেই রিপোর্ট ৭ দিনের মধ্যে হতে হবে।
সমস্ত নিয়মকে কার্যত বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে হর কি পৌরির ঘাটে পুণ্য স্নান সারছেন পুণ্যার্থীরা। হরিদ্বারের প্রশাসনিক আধিকারিকরাও কার্যত মানছেন শিকেয় উঠেছে দূরত্ব বিধি।