27 C
Kolkata
27 C
Kolkata
শনিবার, মার্চ 25, 2023

শুষ্ক ও স্বাভাবিক ত্বকে কি ম্যাক্স ব্যাবহার করবেন, আর কি করে বানাবেন?

শুষ্ক ও স্বাভাবিক ত্বকের মাক্স কি ভাবে তৈরি করবেন। 

দেখে নিন।

আপনারা সবাই জানেন যে সবার ত্বক সমান হয় না।ত্বকের ও কিছু ভাগ থাকে।শুষ্ক ত্বক,তৈলাক্ত ত্বক,সাভাবিক ত্বক, ও মিশ্রিত ত্বক।তাই ত্বকের রকম অনুযায়ী যত্ন নাওয়া উচিত।আজকে আমি শুষ্ক ও স্বাভাবিক ত্বকের জন্য কি করা উচিত টা নিয়ে লিখছি।

 

শুষ্ক ও স্বাভাবিক ত্বকে কি ম্যাক্স ব্যাবহার করবেন?

 

মুলতানি ও চন্দনের মাস্ক –

1/2 চামুচ মুলতানি মাটির গুড়ো,1/2 চামুচ চন্দনের গুঁড়া,1/2 চামুচ গ্লিসারিন বা অলিভ ওয়েল,1 চা চামুচ গোলাপ জল ভালো করে মিশিয়ে ব্রাশ বা হাতের সাহায্যে মুখে ও গলায় লাগান শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

ডিমের মাস্ক –

একটা ডিম ভেঙ্গে সাদা ও হলুদ অংশ আলাদা করতে হবে।হলুদ অংশের সাথে 1/2 চামুচ মধু মিশিয়ে প্রথমে মুখে ও গলায় লাগাতে হবে।তারপরে অর্ধেকটা শুকিয়ে গেলে সাদা অংশটা ভালো করে ফেটিয়ে মুখে ও গলায় লাগাতে হবে।

মধুর মাস্ক –

এক চামুচ মধু,এক চামুচ ময়দা ও এক চামুচ কমলা লেবুর রস একসাথে মিশিয়েমুখে ও গলায় লাগাতে হবে। শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.