মঙ্গলের বুকে উড়বে হেলিকপ্টার, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার আমন্ত্রণ নাসার
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ মঙ্গলের বুকে উড়বে হেলিকপ্টার, এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য পৃথিবীবাসীকে আমন্ত্রণ জানালো নাসা।
এই রবিবার, ১১ এপ্রিলই এই মিশন সম্পন্ন করবে নাসা। ইনজেনুইটি হেলিকপ্টার উড়বে মঙ্গলের মাটি থেকে। মঙ্গলে ইনজেনুইটি হেলিকপ্টার ওড়ানো লাইভ স্ট্রিমিং দেখানো হবে। নাসার টেলিভিশনে স্থানীয় সময় ১২ এপ্রিল ভোর সাড়ে ৩টেয় শুরু হবে এই স্ট্রিমিং। নাসার টেলিভিশন ছাড়া নাসার অ্যাপ ও এজেন্সির ওয়েবসাইট থেকেও লাইভ দেখা যাবে। এছাড়া একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও দেখা যাবে এই লাইভ। সেগুলি হল জেপিএলের ইউটিউব ও ফেসবুক চ্যানেল।
১৮ ফেব্রুয়ারি মঙ্গলের মাটি ছুঁয়ে ছিল নাসার রোভার পারসেভেব়্যান্স। রোভারের পেটের ভিতর ছিল হেলিকপ্টার ইনজেনুইটি। ৩১ দিন মঙ্গলের বুকে ঘুরে বেড়াবে এই হেলিকপ্টার। তুলে আনবে মঙ্গলের মাটি থেকে, জল, পরিবেশ সংক্রান্ত হাজারও তথ্য। পারসেভারেন্স থেকে বেরিয়ে আসা হেলিকপ্টারের ছবিও টুইট করেছে নাসা।