ফের রেকর্ড সংক্রমণ, একদিনে আক্রান্ত ২ লক্ষ ৯৫ হাজার
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ ফের নয়া রেকর্ড গড়ল করোনা। আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লক্ষ। মৃতের সংখ্যা ছাড়াল ২ হাজারের বেশি।
একাধিক উদ্যোগ নিয়েও রাশ টানা যাচ্ছে না সংক্রমণে। রাজ্যগুলিতে হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। সংক্রমণে রাশ টানতে নাইট কার্ফু ও উইকএন্ড লকডাউন সহ একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্যগুলি। কিন্তু তাতেও লাভের কিছুই হচ্ছে না। উলটে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। মঙ্গলবারই সাম্প্রতিক করোনা পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউন হবেনা বলে আশ্বাসও দেন, একই সঙ্গে যথাবিহিত করোনা বিধি মেনে চলার আর্জিও জানান তিনি।
বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৯৫ হাজার ৪১ জন।
করোনায় সবচেয়ে বিধ্বস্ত মহারাষ্ট্র। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৩৯.৬ লক্ষ। অন্যদিকে গত ২৪ ঘন্টায় দিল্লিতে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৩৯৫ জন।
যদিও দিল্লিতে ৭ দিনের লকডাউন চলছে। কেরালাতেও চলছে ২ সপ্তাহের নাইট কার্ফু। করোনার এই দ্বিতীয় ঢেউ তে বেসামাল গোটা দেশ। উদ্বিগ্ন চিকিৎসক মহল।