চতুর্থ দফায় ভবানীপুর কেন্দ্রে এবার লড়াই সেয়ানে সেয়ানে
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ আগামী ১০ এপ্রিল চতুর্থ দফায় ভবানীপুরে বিধানসভা নির্বাচন। এই কেন্দ্রে শোভনদেববাবুর প্রধান প্রতিপক্ষ প্রাক্তন তৃণমূল নেতা ও বর্তমানে বিজেপিতে যোগ দেওয়া রুদ্রনীল ঘোষ। টানটান লড়াই এই কেন্দ্রে। এবার এই কেন্দ্রের বিদায়ী বিধায়ক রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম আসন থেকে লড়া করার সিন্ধান্ত নেওয়ার ফলে এই কেন্দ্র থেকে লড়াই করছেন আরও এক বর্ষীয়ান রাজনীতিবিদ তথা রাজ্যের মন্ত্রী এবং রাসবিহারী কেন্দ্রের বিদায়ী বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে বিজেপি যথেষ্ট কম ব্যবধানে পিছিয়ে ছিল। ২০১৬ -র বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভা থেকে ৪৯ হাজার ৯০৬ ভোট জয়ী হয়েছিলেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন ৬৫ হাজার ৫২০টি ভোট। বাম, কংগ্রেস জোটের প্রার্থী প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সীর স্ত্রী দীপা দাসমুন্সী পেয়েছিলেন ৪০ যাহার ২১৯ ভোট। বিজেপি-র চন্দ্র বসু পান ২৬ হাজার ২৯৯ ভোট। বিএসপি প্রার্থী নির্মল কান্তি সমাদ্দার পান ৬৬৯ ভোট।
○কিন্তু পরিসংখ্যান বলছে ২০১৯ এর গেরুয়া ঝড়ের দাপটে যথেষ্ট টলমল ছিল ভবানীপুর বিধানসভা আসনটি।২০১৯-এর লোকসভা নির্বাচনের নিরিখে এই বিধানসভা আসনে তৃণমূল পেয়েছে ৬১ হাজার ১৩৭টি ভোট। সেখানে বিজেপি পেয়েছে ৫৭ হাজার ৯৬৯ টি ভোট। অর্থাৎ, নিজের কেন্দ্রেও কোনও রকমে তিন হাজার ১৬৮ ভোটের ব্যবধানে মুখ রক্ষা হয় জোড়াফুল শিবিরের। গেরুয়া শিবিরের দাবি এবার হারবার ভয়েই ভবানীপুর আসন থেকে প্রার্থী হননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।