সব রেকর্ড ভেঙে একদিনে আক্রান্ত ১ লক্ষ, দেশে মোট সংক্রমিত ১ কোটি ২৫ লক্ষ ছাড়াল
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ ফের ভয়াবহ চেহারা নিতে চলেছে করোনা সংক্রমণ। করোনার সেকেন্ড ওয়েভে কার্যত বেসামাল অবস্থা। গত বছর করোনাভাইরাস মহামারীটি দেশে ছড়িয়ে পরার পর থেকে এই প্রথম দেশে একদিনে করোনা আক্রান্ত হলেন ১ লক্ষ ৩ হাজার ৭৯৪ জন। একদিনে করোনা সংক্রমণের নিরিখে এটাই ভারতের সর্বাধিক সংক্রমণ।
এর আগে এক দিনে সর্বাধিক সংক্রমণ হয়েছিল ২০২০ সালের ১৬ ই সেপ্টেম্বর।ওই দিন করোনা থাবা বসিয়েছিলো ৯৭ হাজার ৮৯৪ জনের শরীরে। সেই রেকর্ডও ছাপিয়ে গেল এই দিন। একদিনে করোনা সংক্রমণ একলক্ষ পার করার পর দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ২৫ লক্ষ ৮৭ হাজার ৯২১ জন। এক্টিভ কেসের সংখ্যা দাঁড়াল ৭ লক্ষ ৩৭ হাজার ৮৭০ জন।