দেশের মধ্যে করোনা সংক্রমণের শীর্ষে পশ্চিমবঙ্গ
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ এই মুহূর্তে দেশের রাজ্যগুলির মধ্যে করোনা সংক্রমণে শীর্ষে পশ্চিমবঙ্গ। রাজ্যে করোনা সংক্রমণের হার ৯.৫%।গত এক সপ্তাহে দেশের মধ্যে করোনা সংক্রমণের শতকরা হারে পশ্চিমবঙ্গই প্রথম স্থানে রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে এই তথ্য সামনে এসেছে।
কর্ণাটকে সংক্রমণ ৯ % পৌঁছাতেই সে রাজ্যে ১৪ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু এই রাজ্যে এখনও বাকি রয়েছে একদফা নির্বাচন, বাকি আছে গণনা। দিল্লিতে করোনা বাড়তে থাকায় দিল্লি হাই কোর্ট করোনাকে “সুনামি” আখ্যা দিয়েছিল। গতকাল মাদ্রাজ হাইকোর্টও করোনার দ্বিতীয় ঢেউয়ের এই অভিঘাতের জন্য নজিরবিহীন তোপ দেগেছে নির্বাচন কমিশনকে।
তাই এই পরিস্থিতিতে চিকিৎসকরা এখন প্রশ্ন তুলছেন, পশ্চিমবঙ্গে কেন লকডাউন ঘোষণা হবে না? চিকিৎসকদের আরও চিন্তা, এর পরও ২৯ এপ্রিল রাজ্যে শেষ দফার নির্বাচন আছে। ২ মে রয়েছে গণনা । তাই করোনা সংক্রমণের হার রাজ্যে যে এই দু’দিনের জনসমাগমের ফলে আরও বাড়বে সেই বিষয়ে চিকিৎসকদের একাংশ নিশ্চিত।