কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
এতো রীতিমতো হিন্দু দেবদেবীর অপমান । হিন্দুরা এত কাল যে সংস্কৃতির রীতি রেওয়াজ মেনে চলছেন , যে দেবতাদের উপাসনা তাঁরা করে থাকেন , তাঁদেরই অপমান করা হয়েছে ।তাই রাগে, ক্ষোভে আহমেদাবাদের এক দোকানের বাইরে জ্বালিয়ে দেওয়া হল কামসূত্র বই ।বজরং দল এলাকায় একপ্রকার নিষিদ্ধ করে দিল এই বই ।
তাদের মতে , যা হিন্দুদের রীতিনীতিকে খাটো করবে , হিন্দু দেবদেবীকে অসম্মান করবে , তা কোনভাবেই বরদাস্ত করা হবে না দেশের অভ্যন্তরে । বজরং দলের সদস্যদের দাবী , কামসূত্র বইতে হিন্দু দেবদেবীদের অশ্লীল ভঙ্গিতে দেখানো হয়েছে । যা হিন্দুদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও অপমানের ।
নেট মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে । যেখানে দেখা যাচ্ছে ,বজরং দলের প্রচুর সদস্য আহমেদাবাদের একটি বইয়ের দোকানে ঢুকে কামসূত্র বইয়ের খোঁজ করেন ।তারপর এই বই কেন দোকানে রাখা হয়েছে , তা নিয়ে মালিককে প্রশ্ন করতে থাকে। এমনকি এটি রাখার অপরাধে দোকানের মালিকের গায়েও হাত তোলেন তাঁরা ।তারপর দোকানের বাইরে গিয়ে সেটি পুড়িয়ে ফেলে তাঁরা ।আগুনে বই জ্বালানোর সময়ে তাঁরা স্লোগান দেন ,’ জয় শ্রী রাম’ , ‘হর হর মহাদেব’ । এখানেই শেষ নয় ।এরপর তাঁরা মালিককে হুমকি দিয়ে বলেন , ভবিষ্যতে যদি কোনও দিন এই বই দোকানে রাখা হয় , তাহলে গোটা দোকানটাই জ্বালিয়ে দেবেন ।ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ।