উকুন হলে কি করবেন আর চুল পরা রোধ করবেন কি করে।
গরমে চুল বেঁধে রাখলেও কিন্তু চুল পরে মনে রাখবেন আর ঠান্ডায় আমদের চুল খুষকো হয় যায় আর বেজান হয় যায় তাই চুল পরে।
উকুন বেশির ভাগ স্কুলে যাওয়ার বাচ্চাদের হয়ে তার কারণ টাও কিন্তু চুল বেঁধে রাখা খুব তারা তারি আর শীঘ্রই কি করে রোধ পাবেন এটা থেকে দেখে নিন____
উকুন –
1)তুলসী পাতার রস লাগালে উকুন সারে।
2) নিম পাতা বেটে লাগলেও উকুন সারে।
চুল ওঠা –
1)পাঁচ চামুচ নারকেল তেল,এক চামুচ মধু,এক চামুচ লেবুর রস,এক চামুচ আমলার রস মিশিয়ে মাথায় লাগিয়ে রাখতে হবে।শুঁকনো হলে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে।
2) ভৃঙ্গ রাজ পাতা,অ্যালোভেরা,মেথি পাতা অথবা আমলা বেটে লাগাতে হবে।
3)ছোটো পেঁয়াজ বেটে তার রস লাগাতে হবে।
4)পটলের রস চুল পরা রোধ করে।
5)ডিমের হলুদ অংশ ও আমের সাস একসাথে মিশিয়ে মাথায় লাগিয়ে এক ঘন্টা রেখে ধুয়ে ফেলতে হবে।
6)শসার রস ও মেথি বাটা মিশিয়ে চুলের গোড়ায় লাগাতে হবে।